Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

1.     প্রাথমিক সমিতি/দল গঠন, ঋণ গ্রহণে পলস্নী নারী-পুরম্নষদের পরামর্শ ও এতদসংক্রামত্ম যাবতীয় তথ্য ফরম ঋণ প্রভৃতি সরবরাহ

2.    সদস্যদের শেয়ার ও সঞ্চয় আমানত সংগ্রহের মাধ্যমে স্থানীয় পুঁজি গঠন ও তা বিনিয়োগের সুযোগ সৃষ্টি

3.    প্রাথমিক সমিতি সদস্যগণকে সহজ শর্তে কৃষি উৎপাদন ও কৃষি উপকরণের জন্য ঋণ প্রদান

4.     অনানুষ্ঠানিক সদস্যদের নিবন্ধনের পরপরই দল গঠনের আট সপ্তাহ পর সদস্যদের ঋণ প্রদান করা হয়।

5.    সমবায়ীদের উৎপাদিত শষ্যের প্রক্রিয়াজত ও বাজারজাত করনে সুযোগ সৃষ্টি করা

6.    নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব বিকাশে সচেতনতা বৃদ্ধি নারী নির্জাতন রোধ, যৌতুক প্রথা রোধে সামাজিক আন্দলন গড়ে তোলা

7.    প্রাথমিক সমিতির সদস্যদের বৃক্ষরোপন, স্যানিটেশন, পয়:নিষ্কাশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সহযোগীতা প্রদান

8.     অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের বিভিন্ন আয় বর্ধন মূলক প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদান ও কর্মস্থান সৃষ্টি করা

9.     এ অফিসের কোন কর্মকর্তা/কর্মচারীর বিরম্নদ্ধে কোন অভিযোগ উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তার নিকট সরাসরি উত্থাপন করলে তার 

        প্রতিকার করা হবে।

10.   ঋণ বাবদ মঞ্জুরীকৃত সমুদয় টাকা বুঝে নিন। সমুদয় টাকা বুঝে না নিয়ে ঋণ বিতরনের সনদপত্রে স্বাক্ষর করিবেন না।

11.   কর্জ পরিশোধের সময় সদস্য পাশ বহিতে আদায়কারীর স্বাক্ষর নিশ্চিত করণ। সদস্য পাশ বই ছাড়া কোন লেনদেন করিবেন না।

12.   One stop serviceপ্রদানের সুযোগ রয়েছে।

13.   সরাসরি সংশিস্নষ্ট ব্যাংক হিসাবে ঋণ পরিশোধ করে জমা দানের ব্যাংক রশিদ হিসাব বিভাগে জমা করতে পারেন।

14.   বিসত্মারিত জানতে সরাসরি অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলে।